প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯
কয়েদি হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি মো. জাভেদকে গুলি করে হত্যার অভিযোগে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের খালাতো ভাই শিকদার লিটন, যিনি নিজেও ওই ঘটনায় আহত হয়েছিলেন, মামলার আবেদন করেন।
আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে এই মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে কেরানীগঞ্জ মডেল থানাকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার বিবরণ :মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা আন্দোলনে নামেন। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সদস্যরা আন্দোলন দমনে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েদিদের ওপর গুলি চালায়। এতে মো. জাভেদ গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের খালাতো ভাই শিকদার লিটন এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন। লিটন নিজেও ওই দিনকার গুলিবর্ষণে আহত হন বলে মামলায় উল্লেখ করেন।
সাংবাদিকের উপর আক্রমণের পটভূমি:মামলার বাদী শিকদার লিটন ২০১৯ সালে ফরিদপুরের ২ হাজার ৫০০ কোটি টাকা পাচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ২৮ অক্টোবর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। সেই সময়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন এবং ৫ আগস্টের ঘটনায় আহত হন।
আদালতের নির্দেশ :মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত ঘটনার যথার্থতা যাচাই এবং এর আগে কোনো মামলা হয়েছে কি না, তা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।